Monday, July 16, 2012

ফিরে এলাম ঘটনা নিয়ে

সেই যে মে মাসের শুরুতে শেষ পোস্ট- তারপরে অনেকটা সময় চলে গেলো... কেমনে কেমনে জানি লেখা হলনা অনেকদিন। তবে কি কাঠপেনসিলের কোনো আপডেট নেই? আছে, অনেক কিছুই আছে, তবে ঠিক গোছানো নেই... তাই হয়তো লেখা হয়নি এই কিছু দিন! যাই হোক, ছোট্ট কিছু তথ্য দিয়ে রাখি... প্রথমতঃ কাঠপেনসিলের দূর দূর দিয়ে ঘোরাঘুরি করা সদস্য ফাহিমা দুররাত, যে কিনা শান্তি ও সংঘর্ষ নিয়ে উচ্চ শিক্ষার্থে লন্ডন প্রবাসী হয়েছিলো সে আবার শান্তির খোঁজে কিছুদিনের জন্য দেশে ফেরত এসেছে। মজার ব্যাপারটি হলো বেচারী নাকি এই প্রথম তার বইটি (রাজকন্যা ও শুক) ছাপা অবস্থায় দেখলো। যথারীতি আনন্দ আর এই ফাঁকে একটা পেটপুজার আমন্ত্রণ ও বের করে ফেললো আমাদের মেহেদী। এজন্য মেহেদীর বিশেষ সমাদর... যদিও পেটপুজার ঘটনাটি এখনো পর্যন্ত ঘটেনি।

তবে অন্য আরও কিছু ঘটনা ঘটাবার প্রস্তুতি এবার আমরা নিচ্ছি, তার মধ্যে সবচেয়ে বড় যেটি সেটি নিয়ে পরে বিস্তারিত লিখবো... সংক্ষেপে জানিয়ে রাখি যে ঘটনাটি এক্সিবিশন সংক্রান্ত এবং তার বিষয়বস্তু হবে ভিন্নধর্মী এক্সপেরিমেন্টাল বইএর অনুশীলন। আপাততঃ আরেকটি ছোট্ট তিনদিনের কাঠপেনসিল ঘটনা শুরু হতে যাচ্ছে আজকেই ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর আর্কিটেকচার ডিপার্টমেন্টে প্রথম বর্ষের ছাত্রদের সাথে... আর সেটি হোলও "কিরিগামী ওয়ার্কশপ"। উদ্দেশ্য দ্বিমুখী- ছাত্রদের উৎসাহী ও অনুশীলন করানো তো আছেই, প্রধান উদ্দেশ্য হোলো কিছু এক্সপেরিমেন্টাল বইএর আইডিয়া বের করা যায় কিনা। কি হয় দেখা যাক, যথা সময়ে লিখে জানাবো। আজ আপাতত এটুকুই...।

0 comments:

Post a Comment

disclaimer